বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে মাগুরা জেলা আওয়ামী লীগ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে।
র্যালির আগে শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, বিএনপি জামায়াত যদি রাষ্ট্রিয় ক্ষমতায় আসে তাহলে, বাংলাদেশ আবার অকার্যকর, ব্যর্থ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে। বিএনপির আর এই দেশে রাজনীতি করার নূন্যতম কোনো অধিকার নেই। বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভালো থাকতে শিখেছে।
বিডি প্রতিদিন/হিমেল