আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেল ৫টার দিকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় আলোচনা সভায়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান ও হুমায়ুন কবির মোল্লা।
বিডি প্রতিদিন/এএ