ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ শনিবার বেলা ১১টার এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, নিহতদের মধ্যে তিনজন নারী, দু’জন পুরুষ ও দু’জন শিশু রয়েছে। ঘটনার পরে ভাঙ্গার দমকল বাহিনী আগুন নিভানোর কাজে অংশগ্রহণ করে। ভাঙ্গা দমকল বাহিনী সূত্রে জানা যায়, চালক মৃদুল (৪০) বাদে অ্যাম্বুলেন্সে থাকা সকলেই ঘটনাস্থলে মারা গেছেন। চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
মাদারীপুর রিজিয়ন ও ফরিদপুর এর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিংয়ে দ্রুত গতির অ্যাম্বুলেন্সটির ধাক্কা লেগে ইঞ্জিনের সামনের অংশ আগুন ধরে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। কোনো সিলিন্ডার বিস্ফোরণের তথ্য পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক