মাগুরা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়নের ৫০ জন মৃতের স্বজনদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মাগুরা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।
মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবু মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, মাগুরা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়নের মৃত ৫০ জন সদস্যের স্বজনদের কাছে ১০ হাজার টাকা হারে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই