মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ৪৮টি গরু নিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে ১৫টি গরু জীবিত উদ্ধার হয়েছে। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের সুধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৮টি গরু নিয়ে ট্রলারটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। কোরবানির পশুর হাটে বিক্রি করতে ১৫ জন ব্যবসায়ী যমুনা ও পদ্মা নদী দিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। পথে বেলা ১১টার দিকে হরিরামপুর উপজেলার সুধাকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। এতে গরু ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে গেছে।
পুলিশ জানায়, হরিরামপুরের সুধাকান্দি এলাকার পদ্মা নদী পৌঁছালে গরু বোঝাই ট্রলারটি তলা ফেটে নদীতে ডুবে যায়। খবর পেয়ে হরিরামপুরের ফায়ার সার্ভিসের সদস্যরা এবং আরিচার ডুবুরি দলের সদস্যরা গরু উদ্ধারে কাজ করছে। ৪৮টি গরুর মধ্যে এখন পর্যন্ত ১৫টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই