চাঁদপুরে মতলব উত্তর উপজেলাধীন এখলাছপুর ইউনিয়নে অভিযান চালিয়ে একটি দু’নলা বন্দুক, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ৩ ডাকাত দলের সদস্যকে কোস্টগার্ড আটক করেছে।
শনিবার ১১টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর কর্তৃক মতলব উত্তর থানাধীন এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই গ্রামের একটি নির্জন বাড়িতে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দু’নলা বন্দুক, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি ছুরি ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৩ জন ডাকাত সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, এখলাছপুর হাশিমপুর গ্রামের মোঃ আরিফ হোসেন(২৩), সাব্বির হোসেন(১৯) ও ইমন হোসেন(১৯)।
লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, আমরা জানতে পেরেছি ওই এলাকায় ডাকাত দলের ৩টি গ্রুপ আছে। তবে সদস্য সংখ্যা কত জানা যায়নি। এরা ঈদকে কেন্দ্র করে নৌ-যানে মূল্যবান মালামাল এবং নৌ-যান শ্রমিকরা কোন সময় বেতন পায় এ ধরনের তথ্য জেনে ডাকাতি করে থাকে। তারা এখলাছপুর, মোহনপুর ও ছেঙ্গারচর এলাকা থেকে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে থাকে। আটক ৩ জন ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন