ফেনীতে এক কিশোরকে বেদমভাবে নির্যাতন করেছে একটি কিশোর গ্যাং। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি জেলা পুলিশের নজরে আসলে অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো-শুভ, ইফাত ও প্রিয়। তারা ‘এফসিবি কিশোর গ্যাং’র সদস্য বলে জানা গেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফেনী মডেল হাইস্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র আমিরুল হুদ মুবিনকে শহরের ডাক্তার পাড়াস্থ হায়দার ক্লিনিকের পাশে খালি জায়গায় অন্যান্য কিশোররা মারধর করছে। সে তাদের কাছে কান ধরে উঠবস করে ও তাদের সকলের পা ধরে বারবার মাফ চাওয়ার পরও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারা হয়।
এদিকে ঘটনায় ভুক্তভোগী আমিরুল হুদ মুবিনের মা পারভীন আক্তার ১১ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা করেছেন। তিনি শহরের ফেনী পুলিশ কোয়ার্টারের বউবাজার এলাকার বাসিন্দা।
এজাহারনামীয় আসামিরা হলো-ওয়াসিম (১৬), আব্দুর রহমান (১৪), রাসেল (১৫), সিয়াম (১৫), আছিম (১৫), ইসফার (১৫), জন্ম (১৫), প্রিয়ম (১৫), ইফাত (১৫), নোমান (১৪) ও শুভ (১৫)।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স। এদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এমআই