মযমনসিংহের তারাকান্দা থেকে আব্দুল জব্বার (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারাকান্দা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, এএসআই জয়নাল আবেদীন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিসকা ইউনিয়নের ঘিটুয়ারী গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জব্বারকে গ্রেফতার করে। তিনি ঘিটুয়ারী গ্রামের আব্দুল মান্নানের পুত্র।
এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, ধৃত সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জব্বারকে আজ সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।বিডি প্রতিদিন/হিমেল