ফেনীর ছাগলনাইয়ায় বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় শাহাদাত হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনার সাথে জড়িত অভিযোগে পুলিশ ১০ জনকে আটক করেছে। নিহত শাহাদাত হোসেন ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে শাহাদাত তার বোন সাথীকে নিয়ে ছাগলনাইয়ার শুভপুরে এককুইল্লা দিঘী নামক স্থানে ঘুরতে যান। সেখানে সাথীকে নিয়ে অশোভন মন্তব্য করে তার উড়না ধরে টান দেয় এক বখাটে যুবক। শাহাদাত প্রতিবাদ করলে বখাটেরা তার সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এসময় হাতাহাতিও হয় তাদের মাঝে।
স্থানীয়রা এসময় ১০ জনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে আটক থাকা ১০জনকে জড়িত সন্দেহে আটক করে থানায় নিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রামস অ্যান্ড অপস) শাহাদাৎ হোসেন বলেন, স্থানীয়রা যে ১০ জনকে আটক করেছে তাদের থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
বিডি প্রতিদিন/কালাম