বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে আলোচনা সভা ও নিম গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাইটকান্দি এলাকায় আরিফ কোচিং সেন্টার সংলগ্ন স্থানে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন, নিরাপদ অক্সিজেন আন্দোলন ও ল' এন্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এসময় প্রায় ১০০ নিম চারা বিতরণ করা হয়। এতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক এবং ল' এন্ড হিউম্যান রাইটস সোসাইটি, বাংলাদেশ এর মহাসচিব এডভোকেট আবু বকর ছিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিনের সভাপতিত্বে এনামুল হক সম্রাট, লায়ন আবুল কালাম আজাদ, কে এম জসিম উদ্দিন, মো. মহসিন, মোফাজ্জল আনসারী, এডভোকেট মনিরুল ইসলাম খান, এম এম হিরা, তারেক উজ্জ্বামান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবু বকর ছিদ্দিক বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে পরিবেশের প্রতি সচেতন হতে হবে। এসময় তিনি সকলকে নিজ নিজ বাড়ির আঙ্গিনায় কমপক্ষে একটি করে নিম গাছের চারা লাগিয়ে এর পরিচর্যা করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এএ