১২ জুলাই, ২০২৩ ১৯:৫৬

গোসাইরহাট পৌর নির্বাচন: সহকারী রিটানিং কর্মকর্তার উপর হামলার চেষ্টা

শরীয়তপুর প্রতিনিধি

গোসাইরহাট পৌর নির্বাচন: সহকারী রিটানিং কর্মকর্তার উপর হামলার চেষ্টা

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে সহকারী রিটানিং কর্মকর্তার উপর হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (১২ জুলাই) গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা জাহিদুল ইসলাম। 

অভিযোগ সূত্রে জানা যায়, গোসাইরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের চাকলা ব্রীজ এলাকায় নৌকা প্রার্থী জাকির হোসেন দুলালের সমর্থকরা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এমন অভিযোগে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা জাহিদুল ইসলাম। এসময় নাগেরপাড়া নুরজামাল ঘরামি, দিদার ও ইদিলপুরের রহিম আকনসহ বহিরাগত কিছু লোকজন তার উপর হামলার চেষ্টা করেন। পরে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদুল ইসলামকে উদ্ধার করেন। 

এ ঘটনায় বুধবার গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম। অভিযোগের পর বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর