১৬ জুলাই, ২০২৩ ১৯:২২

সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় যমুনার পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে  বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ভাঙ্গনও শুরু হয়েছে। অন্যদিকে, আভ্যন্তরীন করতোয়া, ফুলজোড়, ইছামতি ও বড়ালসহ অন্যান্য নদী ও খাল-বিলের পানি বাড়ায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে বন্যা আতঙ্কে ভুগছে। 
জানা যায়, গত এক সপ্তাহ যাবত যমুনার পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি বৃদ্ধিতে নদী-তীরবর্তী অঞ্চল কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর ও চৌহালীতে ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙনে ঘর-বাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। তবে ভাঙ্গনরোধে পাউবোর পক্ষ থেকে কয়েকটি পয়েন্টে জিওব্যাগ ফেলা হচ্ছে। অন্যদিকে নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার চরাঞ্চলের নিম্নভুমি প্লাবিত হয়ে পড়েছে। ফসলের মাঠ তলিয়ে বসতবাড়িতেও পানি উঠতে শুরু করেছে। 
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, পানি বাড়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু কিছু বসতবাড়ীতে পানি ওঠতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে কাওয়াকোলা ইউনিয়নের হাটবয়রা, ছোট কয়রা, দোগাছি ও কাওয়াকোলা গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে এসব অঞ্চলের শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।  

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজানে ভারী বর্ষণে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আরও ২ দিন পানি বাড়বে এবং বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে বিপদসীমা অতিক্রম করলেও আতঙ্কের কোনো কারণ নেই। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর