তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয় পদযাত্রা।
পদযাত্রাটি কোর্ট মোড় অতিক্রম করে শহীদ হাসান চত্বরে পৌঁছে। সেখান থেকে পদযাত্রা আবার ফিরে আসে চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব চত্বরে।
পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা প্রমুখ। পদযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক যোগ দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।বিডি প্রতিদিন/এমআই