২০ জুলাই, ২০২৩ ১৭:০৪

তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণ, সাবেক স্বামী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

তালাকপ্রাপ্তা স্ত্রীকে 
ধর্ষণ, সাবেক স্বামী গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় সাবেক স্বামী আরাফাত হোসেন জনি (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে র‌্যাব ৬ এর সদস্যরা বুধবার দিবাগত রাতে খুলনার খানজাহান আলী সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এই পলাতক আসামি গ্রেফতার করে। 

র‌্যাব জানায়, গত ২ জুলাই বিকেলে এক সহযোগীকে সাথে নিয়ে আরাফাত হোসেন জনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তার তালাকপ্রাপ্তা স্ত্রীর বাড়ীতে যায়। এসময়ে বাড়ীতে কেউ না থাকায় সে জোর করে তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণ করে। এসময়ে ভিকটিমের চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলে আসামিরা দ্রুত পালিয়ে যায়।

এঘটনায় ওই মহিলা বাদী হয়ে ফকিরহাট থানায় আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহয়তা নিয়ে বুধবার দিবাগত রাতে র‌্যাব সদস্যরা ধর্ষণ মামলার আসামি আরাফাত হোসেন জনিকে খুলনার খানজাহান আলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার কসালে গ্রেফতারকৃত আসামিকে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।  

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর