২০ জুলাই, ২০২৩ ১৮:০২

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় আরও একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় আরও একজনের মৃত্যু

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের হামলার ঘটনায় রাবেয়া বেগম (৬৫) নামে আরও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাবেয়া পৌর এলাকার ভাদুঘরের মৃত মীর জাহানের স্ত্রী। এ নিয়ে নিহতের সংখ্যা দুইজনে দাঁড়াল।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম বলেন, স্থানীয় জামাল মিয়ার ছেলে শিহাব (২৮) একটি কলেজে পড়াশোনা করতেন। কয়েক বছর আগে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তিনি নারীদের দেখলেই উত্তেজিত হয়ে আক্রমণ করতে আসেন। তিনি সম্পূর্ণ নারী বিদ্বেষী ছিলেন। গতবছরও তিনি স্থানীয় কয়েকজন নারীকে কুপিয়ে জখম করেন। বুধবার দুপুরের দিকে তিনি ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায় রেল লাইনের পাশে ৬ জনকে ধারাল দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। গুরুতর আহত সবাইকে ঢাকায় পাঠানো হলে পথে আরজুদা বেগম (৭৫) নামে একজন মারা যান। পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া বেগম নামে আরও এক বৃদ্ধা মারা যান।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিহাবকে এরই মধ্যে আটক করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘাতক শিহাবের বিরুদ্ধে নিহত আরজুদা বেগমের ছেলে নাজির হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই শিহাবের পরিবারের সদস্যরা পালিয়ে যায়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর