২০ জুলাই, ২০২৩ ১৮:৪৪

লক্ষ্মীপুরে সজিব হত্যার প্রতিবাদে শোক সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে সজিব হত্যার প্রতিবাদে শোক সভা

লক্ষ্মীপুরে কৃষকদল কর্মী সজিব হোসেন (১৮) হত্যার ঘটনার প্রতিবাদে শোক সভা করেছে বিএনপি। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে এ সভা করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও সদর (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ বিপুল সুংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দ্রুত সময়ের মধ্যে সজিব হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে। আমাদের ওপর হামলা করে আবার আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা হামলা মামলাকে ভয় পায় না। বিএনপির আন্দোলন চলবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর