দিনাজপুরের খানসামা উপজেলায় দুটি ব্যাটারি চালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৩৮) নামে এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে খানসামা-মনাগঞ্জ সড়কের আলোকঝাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজউদ্দিন জেলা প্রশাসকের পক্ষ থেকে মৃত ফরিদুলের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। নিহত ফরিদুল ইসলাম উপজেলার বানগাঁও গ্রামের রুস্তম আলীর ছেলে।
রিকশাভ্যানের যাত্রী আব্বাস আলী জানান, খানসামা থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যান যোগে বাড়ি ফেরার পথে খানসামা-মনাগঞ্জ সড়কের ডাঙ্গাপাড়া মোড় নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাভ্যানের চালক ফরিদুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তিনি রিকশাভ্যান থেকে ছিটকে গিয়ে রাস্তায় পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় ও বুকে আঘাত পান। ফরিদুলকে খানসামা ফায়ার সার্ভিস ইউনিটের একটি গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।