গাজীপুরের শ্রীপুরে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। বুধবার দুপুরে শ্রীপুর থানার ওসি এএফএম মো. নাসিম এ তথ্য জানান।
তিনি জানান, নরসিংদী থেকে গাঁজার বড় একটি চালান আসছে এমন সংবাদে মঙ্গলবার বিকেলে শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, মামুনুর রশিদ ও সাখাওয়াত হোসেন সাদ্দামের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল উপজেলার বরমী ইউনিয়নের বরামা সেতুর পশ্চিমে পাশে অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারকৃতরা গাঁজাসহ সড়কের পাশে গাড়ির জন্য দাঁড়ানো ছিল। পরে তাদের তল্লাশি করে ৪০ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এএ