২৮ জুলাই, ২০২৩ ২২:২০

জিপিএ-৫; রাজশাহী শিক্ষা বোর্ডে শীর্ষে বগুড়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জিপিএ-৫; রাজশাহী শিক্ষা বোর্ডে শীর্ষে বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়া প্রথম স্থান অর্জন করেছে। এবার জেলায়  মোট ৩৫ হাজার ৬৯৭জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ হাজার ৮০৫ জন কৃতকার্য হয়েছেন। যা শতকরা ৮৯ দশমিক ১০ শতাংশ। এছাড়াও কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৩৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। যা রাজশাহী শিক্ষা বোর্ডে শীর্ষে।

এবার বগুড়ায় পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে থাকলেও পাশের হারে তারাই এগিয়ে রয়েছেন। ১৮ হাজার ৫৪৮ ছেলের মধ্যে পাশ করেছে ৮৬ দশমিক ৮০ শতাংশ আর ১৭ হাজার ১৪৯জন মেয়ের মধ্যে পাশ করেছে ৯১ দশমিক ৫৯ শতাংশ।

এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও বগুড়ায় শীর্ষস্থান ধরে রেখেছে জিলা স্কুল। শতভাগ পাশসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ২য় স্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর ৩য় স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে এবার ৩৩২জন পরীক্ষার্থীর মধ্যে ৩০২জন বা ৯০ দশমিক ৯৬ শতাংশই জিপিএ-৫ পেয়েছে। পরের স্থানে রয়েছে বগুড়া আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৫জন বা ৮৮ দশমিক ১১ শতাংশ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বগুড়া জেলা অফিস সূত্রে জানা যায়, এ বছর বগুড়া জেলায় ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩১ হাজার ৮০৫জন শিক্ষার্থী। পাশের হার ৮৯ দশমিক ১০শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৫৭ জন। পরীক্ষায় ছাত্রের সংখ্যা ছিল ১৮ হাজার ৫৪৮ জন ছাত্রীর সংখ্যা ছিল ও ১৭ হাজার ১৪৯ জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৮টি কেন্দ্রে মোট ২ হাজার ৪’শ ৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১ হাজার ৮১৮ জন এবং ছাত্রী সংখ্যা ৬৫৩জন। দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২টি কেন্দ্রে ২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্রের সংখ্যা ছিল ২৭ এবং ছাত্রীর সংখ্যা ছিল ২জন। এছাড়াও দাখিল পরীক্ষায় মোট ১৯টি কেন্দ্রে ৭ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র সংখ্যা ছিল ৩ হাজার ৯৭৬ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ৩ হাজার ৬৭৯ জন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর