রাজবাড়ীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কালো ব্যাজ ধারণ করা হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পাললে আজ থেকে জেলা প্রশাসন কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করতে হবে। আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালনের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদনের সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূর্বণা রাণী সাহাসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।