কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরের স্লুইস গেটের জালে আটকে বশির আহমদ কপিল (৫০) নামে এক মৎস্যচাষীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে চিলখালী ২১ একর চিংড়ি ঘের এলাকায় স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত কপিল বদরখালী ইউনিয়নের মাতারবাড়ি পাড়া এলাকার রফিক আহমদের ছেলে।
জানা যায়, উপজেলার চিংড়িজোন চিলখালী এলাকায় ২১ একর চিংড়ি ঘের চাষের জন্য বর্গা নেন বিভিন্ন এলাকার ১৫ ব্যক্তি। শুক্রবার রাত ৯টার দিকে পানি ছেড়ে দিতে গিয়ে পা পিছলে স্লুইস গেটে পড়ে যান কপিল। এক পর্যায়ে জালে আটকা পড়েন তিনি। সেখানে তার মৃত্যু হয়।চকরিয়া থানার অফিসার ইনাচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, জালে আটকা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন