মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাজমা ঝাউবাড়িয়া নওদাপাড়ায় গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ও আলমপুর গ্রামের নাজিমুদ্দিনের মেয়ে।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী হাফিজুল ইসলাম পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, নাজমা খাতুনের স্বামী প্রায় তাকে নির্যাতন করতেন। কয়েকদিন আগে তিনি স্বামীর নির্যাতনে প্রতিবেশীর বাসায় পালিয়ে এসেছিলেন, পরে আবারো ফিরে যান। নাজমার স্বয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় ঘরে ছোপ ছোপ রক্তের দাগ ছিল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এমআই