গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। শুক্রবার (২৩ মে) বিকেলে মাঝকান্দি ধান ক্ষেত গো-মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘোড়াদৌড়ে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, নড়াইল, খুলনা ও যশোরসহ বিভিন্ন জেলা থেকে আগত ২৭টি ঘোড়া অংশগ্রহণ করে। জমকালো এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝান্টু খান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস হক, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, বিএনপি নেতা মাসুদ শেখ, সাতপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধনীন্দ্রনাথ বালা এবং সাহাপুর ইউনিয়নের বিএনপি নেতা বিষ্ণুপদ হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বিএনপি কর্মী রফিকুল ইসলাম, লেলিন সরকার, মুর্শিদ চৌধুরী, তোফায়েল শেখ, শহিদুল ইসলাম ঘুঘু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো নারী-পুরুষ মাঠের দুপাশে দাঁড়িয়ে আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেন।
বিডি প্রতিদিন/নাজিম