দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। পাসের হার নেমে এসেছে ৬৭.০৩ শতাংশে, যা গত বছরের তুলনায় ১১.৪ শতাংশ কম। এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৫ হাজার ৬২ জন শিক্ষার্থী—যা গত বছরের তুলনায় ৩ হাজার ৪৩ জন কম।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর দিনাজপুর বোর্ডের অধীনে ৮টি জেলার মোট ২ হাজার ৭৮২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৮২ হাজার ২৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন, আর ফেল করেছে ৬০ হাজার ৮৮ জন।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো—এবার বোর্ডের অধীন ১৩টি স্কুল থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। গত বছর এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৪টি। অন্যদিকে শতভাগ পাসের স্কুলের সংখ্যাও কমেছে। গত বছর যেখানে ৭৭টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছিল, এবার তা নেমে এসেছে ৪৮টিতে।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭ হাজার ৫৪৬ জন এবং ছাত্র ৭ হাজার ৫১৬ জন। এবারও মেয়েরা ছেলেদের চেয়ে সামগ্রিকভাবে ভালো ফল করেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ৯ বছরের ফলাফলের তুলনায় দেখা যাচ্ছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ড সবচেয়ে খারাপ ফলাফল করেছে।
এক নজরে গত ৯ বছরের পাসের হার:
২০১৭: ৮৩.৯৮%
২০১৮: ৭৭.৬২%
২০১৯: ৮৪.১০%
২০২০: ৮২.৭৩%
২০২১: ৯৪.৮০%
২০২২: ৮১.১৬%
২০২৩: ৭৬.৮৭%
২০২৪: ৭৮.৪৩%
২০২৫: ৬৭.০৩%
বিডি প্রতিদিন/জামশেদ