নোয়াখালীতে প্রথমবারের মতো আন নূর ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে শিশু হাফেজেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি কয়েকটি বিভাগে বিভক্ত ছিল। অভিজ্ঞ ও স্বনামধন্য আলেমগণ বিচারকের আসনে অধিষ্ঠিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। সৌদি আরব প্রবাসী আন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহফুজ রহমানের উদ্যোগে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা দেয়া হয়েছে।
এ সময় শাইখ মাহমুদ হাসান, কবি মুহিত খান, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান ও অনুষ্ঠানের আহ্বায়ক মাওলানা ইয়াকুব উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন