৬ আগস্ট, ২০২৩ ১৮:৩৯

বান্দরবানে পাহাড় ধসে আহত ৬

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পাহাড় ধসে আহত ৬

টানা ৪ দিনের ভারী বর্ষণে বান্দরবান জেলায় পাহাড় ধসে ৬ জন আহত হয়েছে। এর মধ্যে সদরে আহত হয়েছে ২ জন। তারা হলেন, রুমি আক্তার (২৮) এবং মো. রিদুয়ান (১৯)।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সদরের কালাঘাটা বীর বাহাদুর নগর এলাকায় পাহাড় ধসে আহত অবস্থায় স্থানীয়রা রুমি আক্তারকে সদর হাসপাতালে ভর্তি করায়। ঘণ্টাখানেক পর সদরের ৬ নং ওয়ার্ডভুক্ত স্টেডিয়াম এলাকায় আবার পাহাড় ধসের ঘটনায় স্থানীয়রা মো. রিদুয়ানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। দুজনের চিকিৎসা সেবা চলছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার রোমেন শর্মা জানান, উপজেলার বাইশারী ইউনিয়নে পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রবিবার ৬ আগস্ট সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার শংখ ও মাতামুহুরী নদীতে বিপদ সীমার সামান্য উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, সদর উপজেলায় ৪৬টি আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন উপজেলায় সরকারিভাবে ১২৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাহাড়ের পাদদেশ থেকে নিরাপদ স্থানে সরে যাবার জন্য প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে।

তিনি জানান, আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয় ব্যবস্থা এবং মেডিকেল টিমকে প্রস্তুত করে রাখা হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর