১১ আগস্ট, ২০২৩ ১৯:৪৩

ছাত্রলীগ ও যুবলীগের মারামারি, গুরুতর আহত একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক রংপুর

ছাত্রলীগ ও যুবলীগের মারামারি, গুরুতর আহত একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি

এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে চলে আসা বিরোধের জেরে রংপুর নগরীর মর্ডান মোড়ে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারিতে ১৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলাম বাবু নামের একজন গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগীকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাকে ঢাকা পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। এই মারামারির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার মধ্য রাতে। এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের এক নেতার সাথে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল যুবলীগ নেতা মোক্তারুল ইসলাম বাবুর। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার রাত ১২টার পর এই মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

মেট্রোপলিটন তাজহাট থানার ওসি হোসেন আলী বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। তবে রাতে দলীয় কোন্দলে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে মারামারি হয়েছে শুনেছি। এতে একজন মারাত্মক আহত হয়েছে বলে জানতে পেরেছি। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর