১৩ আগস্ট, ২০২৩ ১৭:১৫

কিশোরগঞ্জে বাজুস নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে বাজুস নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের (২০২৩-২৫) ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ শহরের আখড়া বাজারস্থ কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসনিক ভবনে আজ রবিবার সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত।
 
নির্বাচনে ১৯ জন নির্বাহী সদস্য পদের জন্য ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সকালে ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক চন্দন ঘোষ ও বাজুস কেন্দ্রীয় কার্যালয়ের সচিব খুর্শিদ আলম মাসুদ। 

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর