বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের (২০২৩-২৫) ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ শহরের আখড়া বাজারস্থ কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসনিক ভবনে আজ রবিবার সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত।
নির্বাচনে ১৯ জন নির্বাহী সদস্য পদের জন্য ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন।