জাতীয় শোক দিবস উপলক্ষে হতদরিদ্র, স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আশা) এর ভেলাবাড়ী স্বাস্থ্যকেন্দ্র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং করছে। সোমবার সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী আশা স্বাস্থ্য কেন্দ্রে এই মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পিং এ ভেলাবাড়ী এলাকার দরিদ্র এবং খেটে-খাওয়া মানুষদেরকে প্রাথমিক চিকিৎসা, ডায়াবেটিস পরিক্ষা, গর্ভপাত পরীক্ষাসহ নানাবিধ প্রাথমিক সেবা প্রদান করা হয়। ফ্রি সেবা প্রদান কার্যক্রম শুরুর আগে অনুষ্ঠিত আলোচনায় আশা কর্তৃপক্ষ জানায় ঋণ প্রদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামজিক কর্মকাণ্ড ও দরিদ্রদের স্বল্প খরচে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে আশা। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ আশার ভেলাবাড়ী স্বাস্থ্য কেন্দ্র ফ্রি মেডিকেল ক্যাম্পিং করছে।
আশার ভেলাবাড়ী স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার দীলিপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। এ সময় আশার এরিয়া ম্যানেজার রেজাউল করিম, স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা: ইসতিয়াক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।বিডি প্রতিদিন/এএ