১৪ আগস্ট, ২০২৩ ২১:৪৯

কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে গেছে মাঠের ফসল

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে গেছে মাঠের  ফসল

দুই দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের সবকটি নদনদীর পানি বেড়েছে। তবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। সোমবার বিকেলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার সকালে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। পরে তা আরো বেড়ে বিকেলে ৩৮ সে.মি অতিক্রম করে। এ ছাড়াও  ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ৫৯ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ৫২ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি সদর পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি বেশি বেড়ে অববাহিকার গোড়াইপিয়ার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

ওই এলাকার রাজু সরকার জানায়, দুই থেকে তিন দিন ধরে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে অনেক জমির ফসল নিমজ্জিত হয়েছে। আমরা খুব টেনশনে আছি। এভাবে যদি আরও দুই থেকে তিন দিন পানি বৃদ্ধি পায়, তাহলে অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এদিকে, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মহন্ত জানান, এ পর্যন্ত ৩৩৫ হেক্টর জমির আমন ও ৫০ হেক্টর জমির সবজি খেত পানিতে তলিয়ে গেছে। তবে এখনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। 

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর