বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ১৪ বছর পরে চালু হল প্যাথলজিক্যাল ল্যাবরেটরির কার্যক্রম।
মঙ্গলবার বেলা ১২টার দিকে প্যাথলজি বিভাগের কার্যক্রম শুরু হয়। প্রায় ১৪ বছর ধরে এ হাসপাতালটিতে প্যাথলজি বিভাগ বন্ধ ছিল। ফলে, হয়রানির শিকার হতেন রোগীরা।
তবে, অবকাঠামোগত সমস্যার কারণে এক্স-রে মেশিনটি চালু করা সম্ভব হয়নি। এক যুগ ধরে এটি প্যাকেটজাত অবস্থায় পড়ে রয়েছে। এক্স-রে টেকনিশিয়ান বছরের পর বছর ধরে অলস সময় পার করছেন। আধুনিক মানের এই এক্স-রে মেশিনটি ব্যবহারে না থাকায় অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এক্স-রে টেকনিশিয়ান বছরের পর বছর ধরে অলস সময় পার করছেন। এভাবে পড়ে থাকলে মেশিনটি অকেজো হয়ে যেতে পারে বলে এ কর্মকর্তা জানান।
বিডি প্রতিদিন/কালাম