নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, পৌরসভা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সরকারি ও আধাসরকারি দপ্তর এবং বিভিন্ন সামাজিক সংগঠন।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর নেতৃত্বে ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন।দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের গুরুত্বপূর্ণ দিক নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন ও পৌর মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বেকার যুবকদের মধ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে চেক বিতরণ করা হয়।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে ফ্রি ছানী অপারেশন ও ঔষধ বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রি চক্ষু শিবিরের ৫০ জন রোগীর চোখে ছানীপড়া অপারেশন করে ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল