ঠাকুরগাঁওয়ে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ঠাকুরগাঁও পৌরসভা। মঙ্গলবার দুপুরে পৌরসভার আয়োজনে পৌরসভা চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবলুর রহমান, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা, যুব মহিলা লীগের সভাপতি নাজিরা আক্তার স্বপ্না, সাধারণ সম্পাদক শেখ ফেরদৌসী তারা, মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়াল প্রমুখ।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।বিডি প্রতিদিন/এএ