পটুয়াখালীর বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ দুপুর ১২টায় নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেরা মুক্তিযোদ্ধা প্রশাসক মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়া, বাউফল উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিচুর রহমান, মুক্তিযুদ্ধকালীন বাউফল থানা কমান্ডার আবদুল বারেক মিয়া, অধ্যক্ষ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান প্রমুখ। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়ার সঞ্চালনায় এ সময় মুক্তিযোদ্ধাদের সন্তান, স্ত্রী পুত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ