পিরোজপুর পৌর এলাকার উত্তর শিকারপুর থেকে হাসি রানী ঘড়ামী নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, চুরি করতে এসে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর গলার চেইন লুট করে নিয়েছে।
বৃহস্পতিবার রাতে উত্তর শিকারপুর (ঢাকুয়া বাড়ী) এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত হাসি রানী ঘড়ামী (৫৫) পিরোজপুর শহরের উত্তর শিকারপুর (ঢাকুয়া বাড়ী) এলাকার সত্যেন্দ্র নাথ ঘড়ামীর স্ত্রী।
নিহতের স্বামী জানান, সন্ধ্যায় তার স্ত্রী হাসি রানী ঘরে একা ছিল। তাদের বাড়ির কাজের মহিলা নমীতা রানী ঘরে এসে দেখতে পায় তাদের ঘরের প্রধান দরজা খোলা। এসময় তিনি তার স্ত্রীকে ডাকাডাকি করলেও কোনো সারা শব্দ পান না। একপর্যায়ে ঘরের ভেতরে খুঁজতে গিয়ে তাদের বাথরুমের দরজা বাইর থেকে খুলে দেখে তার স্ত্রীর গলায় কাপড় পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে আছে। পরে তিনি ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে তার স্ত্রীকে মৃত অবস্থায় বাথরুম পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিল না। চুরির করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার গলার স্বর্ণের চেইন ও কানের দুল লুট করে নিয়ে চলে গেছে।পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ এখনো সুনিশ্চিত নয়, তাই ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/এমআই