‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’-এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে পেশাজীবী গাড়ি চালকদের ‘পেশাগত দক্ষতা ও সচেতনতা’ বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসক ও জেলা বিআরটি’র যৌথ উদ্যোগে শিশু একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার।
বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) আলতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিআরটিএ জেলা শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম, মোটরযান পরিদর্শক গোলাম সরওয়ার ও সদর ট্রাফিকের টিআই দেলোয়ার হোসেন প্রমুখ।অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার বিআরটিএ অফিসের অন্যান্য কর্মকর্তা ও গাড়ি চালক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে হয়রানি ছাড়াই বিআরটিএ অফিস থেকেই সেবা পাওয়া যায়। যদি কেউ হয়রানি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গাড়ি চালকদের সঠিক নিয়ম-কানুন মেনে গাড়ি চালাতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই