শিরোনাম
২৮ আগস্ট, ২০২৩ ১৮:৪১

বগুড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাঈম সিদ্দিকীকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পুলিশি অভিযানে গ্রেফতার হওয়া নাঈম সিদ্দিকী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার সাধুবাড়ী গ্রামের উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) স্কুলে আসা-যাওয়ার পথে একই গ্রামের বখাটে যুবক নাঈম সিদ্দিকী উত্যক্ত করতে থাকে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার শালিসী বৈঠকও হয়। এতে আরো বেপরোয়া হয়ে ওঠে বখাটে নাঈম। একপর্যায়ে নানা প্রলোভন আর কৌশলে ওই ছাত্রীটির সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। এরই সূত্র ধরে ১ আগস্ট বিকেলে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে কথিত প্রেমিক নাঈম মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ ছিলেন না। আর এই সুযোগে এই ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে বাড়ি এসে পরিবারের সদস্যদের নিকট ভুক্তভোগী ছাত্রীটি ঘটনাটি জানালে থানায় মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় ভুক্তভোগী মেয়েটির মা স্বপ্না বেগম বাদী হয়ে ২৬ আগস্ট শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে সোমবার বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর