২৯ আগস্ট, ২০২৩ ১৬:১১

হবিগঞ্জে ১৯ দিন ধরে যুবক নিখোঁজ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ১৯ দিন ধরে যুবক নিখোঁজ

নিখোঁজ মাহবুব আলম শাওন

গত ১৯ দিন যাবৎ খোঁজ মিলছে না হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফ নগর গ্রামের বাসিন্দা মাহবুব আলম শাওনের (৩৭)। এ বিষয় গত রবিবার রাতে শাওনের স্ত্রী রোজিনা আক্তার আজমিরীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ শাওন শরীফ নগর গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, তাদের বিয়ের পর থেকে প্রায়ই শাওন নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরতো। এ ছাড়াও প্রায় সময় ২-৩ দিন বাসায় ফিরতো না। গত ৯ আগস্ট বিকাল আনুমানিক ৩টায় শাওন তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর বাসায় ফিরেনি। পরে সকল আত্মীয়স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

রোজিনা আক্তার জানান, গত ১৯ দিন যাবৎ তার স্বামীর সন্ধান না পাওয়ায় তিনিসহ তার পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তাই তারা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার (ওসি) মো. মাসুক আলী বলেন, শাওন নামে এক যুবক নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর