৩০ আগস্ট, ২০২৩ ১৮:৪৮

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি


উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে নিজ বাড়িতে মোটর পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূর নাম আফরোজা বেগম (৪২)। তিনি উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা গ্রামের শাহ আলমের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে হোকডাঙা গ্রামের বাসিন্দা শাহআলম তার বাড়ির গোয়ালঘর পরিষ্কার করতে ও গরুকে পানি খাওয়ানোর জন্য পানি তুলতে তার স্ত্রীকে বাড়ির বৈদ্যুতিক তারের সংযুক্ত মোটর পাম্প স্টার্ট আপ করতে বলেন। রান্নাঘরে থাকা বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে আফরোজা অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেরিন ফাহমিদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর