৩০ আগস্ট, ২০২৩ ১৯:২১

কালিয়াকৈরে বাজারে মূল্য তালিকা টানানো কার্যক্রম

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

কালিয়াকৈরে বাজারে মূল্য তালিকা টানানো কার্যক্রম

গাজীপুরের কালিয়াকৈরে বুধবার দুপুরে মূল্য তালিকা টানানোর কার্যক্রমের উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়াকৈর বাজার ও সফিপুর বাজারে কৃষি বিপণন আইনে মূল্য তালিকা টানানোর কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা প্রশাসন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে এর উদ্বোধন করা হয়। ওই বাজারে ৬-৭ হাজার দোকানেও ওই তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের মার্কেটিং কর্মকর্তা এমএ সালাম, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর বাজার বণিক সমিটির সভাপতি আব্দুর রহমান (মারফত)সহ ক্রেতা ও ব্যবসায়ীরা। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর