পুলিশের ওপর হামলার মামলায় কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও যুবদল কর্মী তরিক মোমেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মামলার ১২ জন আসামি আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. সায়েদুর রহমান খান এ আদেশ দেন।
মামলায় হাজির হওয়া ১০ জনকে জামিন প্রদান করেন আদালত। তারা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, বিএনপি কর্মী হাবিবুর রহমান ভূইয়া ওরফে আলো, আলামিন ভূইয়া, শওকত হোসেন ও ছাত্রদল কর্মী শাহরিয়ার মুসা তানহা।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতনের নেতৃত্বে বিপুল সংখ্যক আইনজীবী আসামিপক্ষে জামিনের শুনানিতে অংশ নেন।
এ সময় আদালত প্রাঙ্গণে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ