সাতক্ষীরার আশাশুনিতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বলাবাড়িয়া গ্রামের তারকসরকারের পুত্র সুব্রত সরকার বাপ্পি (৩০) ও পুত্র পবিত্র সরকার তূর্য (৪) ও স্ত্রী শ্যামলী সরকার মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। কোদনদাহ কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে আশাশুনিগামী ছেড়ে আসা বাসটির সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সুব্রত সরকার বাপ্পি (৩০) ও পুত্র পবিত্র সরকার তূর্য (৪) ঘটনাস্থলে নিহত হয়। এসময় স্ত্রী শ্যামলী সরকারও আহত হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে মাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ