সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়া বান্দরবান-থানচি সড়কে বাস সার্ভিস চালু হয়েছে।
বৃহস্পতিবার সরাসরি বান্দরবান-থানচি সড়কে বাস সার্ভিস চালু হয়।
সড়ক বিভাগ জানিয়েছে, সপ্তাহখানেকের মধ্যে বন্ধ হয়ে থাকা অপর সড়ক বান্দরবান-রুমা রুটেও সরাসরি বাস চলাচলের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। বান্দরবান-থানচি সড়ক নির্মাণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল অধিদপ্তরের ২০ ইসিবির তত্ত্বাবধানে পোড়াবাংলা এলাকায় ধসে যাওয়া সড়কের পাশে অস্থায়ীভাবে ডাইভারশন নির্মাণ করে পরীক্ষামূলকভাবে হালকা যানবাহন চলাচল করানোর পর বৃহস্পতিবার থেকে বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়।
বান্দরবান শহরের পোস্ট অফিস এলাকায় থানচি বাস টার্মিনাল থেকে সকাল সাড়ে ৮টায় এই রুটের প্রথম বাসটি ছেড়ে যায়। বাসটি নিরাপদে ডাইভারশন অতিক্রম করে থানচি পৌঁছে। দ্বিতীয় বাস ছাড়ে সকাল সাড়ে ১০টায়।
বান্দরবান-থানচি, বান্দরবান-রুমা ও বান্দরবান-রোয়াংছড়ি বাস মালিক সমিতির সিনিয়র সদস্য প্রদীপ বড়ুয়া জানান, সড়ক স্বাভাবিক অবস্থায় থাকার সময় বান্দরবান থেকে দিনে ৫টি বাস ছেড়ে যায়। অন্যদিকে থানচি থেকেও সমপরিমাণ বাস বান্দরবান অভিমুখে ছেড়ে আসে। কিন্তু প্রথম দিন হওয়ায় বৃহস্পতিবার ৪টি বাস ছাড়ার পদক্ষেপ নেয়া হয়েছে। শুক্রবার থেকে নিয়মিতভাবে উভয়রুটে ৫টি করে মোট ১০টি বাস যাত্রী সেবা দিবে।
পাহাড়ি ঢল এবং মাটি ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়া গত ৫ আগস্ট থেকে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার ১ মাস ২ দিন পর এই রুটকে যানবাহন চলাচলের উপযোগী করে বৃহস্পতিবার থেকে ভারি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত