কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সভাপতি পদে অ্যাডভোকেট খুরশীদ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নাজমুল ইসলামসহ ১৯টি পদের মধ্যে ১৪টি পদে বিজয়ী হয় এ প্যানেল। আর বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেল থেকে একটি সম্পাদকীয় পদসহ চারটি সদস্য পদে বিজয়ী হয়। বৃহস্পতিবার দিনভর এ দুটি প্যানেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে দিবাগত রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া। এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি সুজিৎ কুমার চক্রবর্তী ও জহির উদ্দিন অঅহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মহাব্বত,কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক জাহিদ আহমেদ কাজল, ক্রীড়া সম্পাদক টি এম আরিফুজ্জামান কল্লোল, লাইব্রেরি সম্পাদক বকসী মিজানুর রহমান সাজু, সদস্য পদে কামরুজ্জামান মুন্সি রানা, ইদ্রিস আলী খন্দকার ফিটু, আফরোজা শারমিন ও সরোয়ার কবীর মিথুন। বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেল থেকে বিভিন্ন পদে নির্বাচিতর হলেন সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান সরকার, সদস্য-নাজিরুজ্জামান রুবেল, নুরে আলম সিদ্দিকী, আলমগীর কবির ও মেরিনা আক্তার মিথেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামসুল হক সরকার বলেন,আওয়ামী লীগ প্যানেলের বিরুদ্ধে যৌথভাবে প্যানেল দাঁড় করিয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিতরা। বৃহস্পতিবার সকাল থেকে আইনজীবী সমিতি হলরুমে সুষ্ঠুভাবে এ সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৭৩ জন ভোটারের মধ্যে ১৬৯ জন ভোট প্রদান করেন। ১৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৮ জন। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী কে এস আলী আহমেদ, মো. ছাহের উদ্দিন মিয়া এবং এ কে এম গোলাম রব্বানী।
বিডি প্রতিদিন/এএ