৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৪৭

কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪৭ বোতল ইস্কাফসহ আফসার আলী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফুলবাড়ি থানা পুলিশের গোপন অভিযানে কাশিপুর ইউনিয়নের কাশিপুর বাজারজল  থেকে কলেজ মোড়গামী পাকা রাস্তা থেকে আফসার আলীকে (৫৯) ৪৭ বোতল ইস্কাফসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা মাদক পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আফসার আলী ধর্মপুর মুন্সিপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর