চুয়াডাঙ্গায় ২ কেজি গাঁজাসহ মামুন-অর-রশিদ (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হাসনহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মামুন চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় গ্রামের মোহাম্মদ মানিকের ছেলে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, শুক্রবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসানহাটি গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে মামুন-অর-রশিদকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ সুপার আরও জানান, আটক আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।