৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৪৯

মুন্সীগঞ্জে সংঘাতপূর্ণ ইউনিয়নে বিস্ফোরকের ব্যবহার রোধে সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সংঘাতপূর্ণ ইউনিয়নে বিস্ফোরকের ব্যবহার রোধে সভা

মুন্সীগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়ন ওপেন হাউজে'ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য রোধ, বাল্যবিবাহ, যৌতুক নিরোধ, ইভটিজিং, বিস্ফোরকের ব্যবহার রোধসহ বিভিন্ন গ্রামের বাহিরে থাকা গ্রামবাসীকে গ্রামে যার যার বাড়ীতে  ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে এই সভার আয়োজন করা হয়।

এতে ইউনিয়নটির সকল অপরাধমূলক কাজ না করার ব্যাপারে উপস্থিত সকলেই একমত পোষণ করেন। এছাড়াও ঘরছাড়া মানুষদের বাড়িতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনসারউজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রিপন পাটোয়ারি, সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ খান, ইউনিয়নটির পুরুষ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর