হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহারের নির্জন এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী শাহজীবাজার রঘুনন্দন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
জানা যায়, রঘুনন্দন পাহাড়ের রাবার বাগানের একটি গহীন নির্জন স্থানে মাটির সাথে মিশে থাকা অর্ধগলিত মরদেহটি দেখতে পায় বনকর্মীরা। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যা করে মরদেহটি গুম করতেই জঙ্গলে ফেলে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা জানান, এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এছাড়াও এটি হত্যাকান্ড নাকি অন্যকিছু তাও খতিয়ে দেখা হচ্ছে।