পিরোজপুরের ভান্ডারিয়ায় গৌরিপুর ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনার শাস্তি দাবি করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (১০ সেপ্টেম্বর) ভান্ডারিয়ার পৈখালী হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের লাঞ্চিত করার ঘটনায় গৌরিপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরীর শাস্তি দাবি করে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, গৌরিপুর ইউনিয়ন পরিষদের সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী ও তার দলীয় নেতাকর্মীরা মিলে শিক্ষকদের সাথে এমন আচরণের কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন ও মানববন্ধন করে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার হালদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে ইউনিয়ন পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় বিদ্যালয় মাঠেই। সেখানে পুরষ্কার বিতরণের সময় গৌরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী হঠাৎ ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৬ জন শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করে।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী জানান, খেলা শেষ হওয়ার পরও বিদ্যালয়ের শিক্ষকরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করতে অনেক বিলম্ব করছিল। তবে আমি কোনও শিক্ষককে লাঞ্ছিত করিনি। স্থানীয় রাজনীতির কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ