বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মরদেহটি কোন পুরুষ লোকের। যার বয়স হবে প্রায় ৪০ বছর। সোমবার বেলা ১২টার দিকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়। এর আগে সানকিভাঙা গ্রামের লোকজন মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার নাম পরিচয় জানা যায়নি। লাশের পোস্টমর্টেম করানো হবে।
বিডি প্রতিদিন/এএ